পাগলাপীরে যাত্রী ছাউনি না থাকায় জনদুর্ভোগ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ 
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে বাস কোর্স স্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের বেড়েই চলছে চরম দুর্ভোগ। বিশেষ করে মহিলা যাত্রীরা পড়ছেন বিপাকে। জানা গেছে পাগলাপীর রংপুর সদর উপজেলার অন্তর্ভূক্ত হলেও এলাকাটি মূলত সদর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদগঞ্জ ও নীলফামারী কিশোর গঞ্জ ৫ উপজেলার মধ্যবর্তী স্থান ও পঞ্চ রাস্তার মোড় বলে দেশের বিভিন্ন মহলের কাছে পাগলাপীরে রয়েছে ব্যাপক পরিচিতি। যোগাযোগের দিক থেকে পাগলাপীর বন্দর একটি গুরুত্বপুর্ণ স্থান। এই পাগলাপীর বন্দরে জলঢাকা ডালিয়া বাসস্ট্যান্ড, সৈয়দপুর দিনাজপুর ঠাকুরগাও বাসস্ট্যান্ড, রংপুর বগুড়া বাসস্ট্যান্ড ও বেতগাড়ী বাসস্ট্যান্ড সহ বেশ কয়েকটি স্ট্যান্ড রয়েছে। প্রত্যহ সকাল থেকে রাত্রি ১২ টা পর্যন্ত বিভিন্ন শ্রেনীর নানান পেশার মানুষ পাগলাপীর বন্দরে বাসস্ট্যান্ড হতে রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, খুলনা বরিশাল, কুষ্টিয়া. রাজশাহী, ঠাকুরগাও, দিনাজপুর , পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক পাগলাপীর বন্দরে কোন বাস কোর্স স্ট্যান্ডে যাত্রীদের সেবার জন্য নেই কোন যাত্রী ছাউনি। ফলে পাগলাপীর বন্দরে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকার দরুণ এইসব স্ট্যান্ডে এসে যাত্রীরা ঝড় বৃষ্টি সহ নানা প্রতিকুলতা উপেক্ষা করে তাদেরকে গন্তব্য স্থানে যেতে হচ্ছে। কোন কোন যাত্রী বাস কোর্সের অপেক্ষায় পান সিগারেট কিংবা চায়ের দোকানে দাড়িয়ে থাকলেও দোকানীদের দুর্ব্যবহারে যাত্রীরা নানা অপ্রতিকর ঘটনার স্বীকার হচ্ছেন বলে এমনও অভিযোগ উঠছে। তবে মহিলা মা বোন যাত্রীরা পড়েছেন বিপাকে যাত্রী ছাউনি না থাকার দরুণ পায়খানা প্র¯্রাব এর চাপ দিলে তাদেরকে লাজলজ্জা ত্যাগ করে দোকানের পিছনে ঝোপের আড়ালে মাইনাস করে নিতে হচ্ছে। একটি মাত্র যাত্রী ছাউনি ছিল, সেটিও কালে পরিবর্তনের হাওয়ায় গত ৩০/৩৫ বছর ধরে পরিত্যাক্ত হয়ে আসছে। তাই পাগলাপীরের বিভিন্ন মহলের জোড়ালো দাবী যাত্রীদের সেবায় পরিত্যাক্ত যাত্রী ছাউনিটি সংস্কার সহ ডালিয়া স্ট্যান্ডে ্আর একটি যাত্রী ছাউনি স্থাপনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

রংপুর 4562488422912122750

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item