নীলফামারীতে সিপিবির অষ্টম জেলা সম্মেলন অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৮ সেপ্টেম্বর॥
জেলা সিপিবির অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ মিনার চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক।

জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা ওয়ার্কাস পাটির সভাপতি তপন চন্দ্র রায়, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ডোমার উপজেলা সিপিবির সভাপতি মফিজার রহমান দুলাল, সৈয়দপুর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা সিপিবির প্রবীন নেতা আব্দুর রহিম, রেল শ্রমিক ইউনিয়ন নেতা আমিনুর রহমান প্রমুখ। সম্মেলনে সুন্দরবন রক্ষায় রামপাল বিদু্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ, লুটপাট ও দুর্নীতি বন্ধের দাবী জানান বক্তারা।
এর আগে শহীদ মিনার চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সস্মেলন শেষে শ্রীদাম দাসকে পুনরায় সভাপতি ও আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জেলার ছয় উপজেলার সিপিবিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2363435441491413702

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item