নীলফামারীতে পাঁচ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮সেপ্টেম্বর॥
   পাঁচ শতাংশ ইনক্রিমেণ্ট (বার্ষিক প্রবৃদ্ধি) প্রদানসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার নীলফামারীতে এক ঘণ্টা ব্যাপী মানববন্ধন সমাবেশ করেছেন এমপিওভূক্ত বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি স্কুল কলেজের শিক্ষকরা।জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই কর্মসুচি পালন করা হয়। পরে প্রধানমন্ত্রী বরাবরে দেয়া স্বারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন শিক্ষক প্রতিনিধিরা।বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক পরিষদের জেলা সভাপতি মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক চওড়া বড়গাছা স্কুল এ- কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম, উপাধাক্ষ শাহজাহান সরকার, কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকারাম রায়, চাঁদের হাট ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, কালীতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুধির রায়, মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মৃনাল কান্তি রায়, পরিতোষ রায়, রামগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লীনা দে, পঞ্চপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।বক্তারা মুল বেতনের পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারীদের সমপরিমান বৈশাখী ভাতা, সম্মানজনক হারে বাড়ি ভাড়া এবং সরকারীদের সমপরিমান চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানান।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6606385300372520392

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item