নীলফামারীতে দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়
-দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায়(ভিজিডি) নীলফামারী জেলা পর্যায়ে ২০১৭-১৮ চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত্র পরিপত্রের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অবহিতকরন সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী জানান ভিজিডি কার্যাক্রমে এ জেলায় সুবিধাভোগীর সংখ্যা ছিল আঠারো হাজার ৩২ জন ছিল। আগামী দুটি অর্থ বছরে নীলফামারী জেলায় এই সংখ্যা বৃদ্ধি করা হয়েছে দুই হাজার ৫০ জনে। এতে মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে কুড়ি হাজার ৩৮২জনে। তারা দুই বছর বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। এবার এই কার্যক্রমে সাবেক ছিটমহলের দুঃস্থ মহিলারাও এই সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। এ জন্য নীলফামারীর চারটি সাবেক ছিটমহলে সুবিধাভোগীর সংখ্যা ধরা হয়েছে একশত ৫০ জন।
সভায় উপস্থিত ছিলেন জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা , ছয় উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা,৬০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন গনমাধ্যমের সাংবদিকবৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4705726006338878347

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item