কিশোরগঞ্জ-তারাগঞ্জ রোডে নির্মিত ব্রীজের পাটাতন ভেঙ্গে ৫জন আহত

মোঃ শামীম হোসেন (বাবু)কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাড়াঁলকাটা নদীর উপর নির্মিত একমাত্র বেইলি ব্রীজটির মাঝখানের পাটাতন খুলে গিয়ে গতকাল মঙ্গলবার বিকালে ভ্যানচালক সহ ৫জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলো-আব্দুস সালাম (৩৬) মাজেদুল ইসলাম (৩৫) ভ্যান চালক ভেলু (২৫) নয়া মিয়া (৩৪) ও মোকলেছার রহমান (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন।
জানা গেছে, ১৯৯৫ সালে চাড়াল কাঠা নদীর উপর নির্মিত হয় একটি বেইলী ব্রিজটি কিশোরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার একমাত্র যোগাযোগের ভরসা। কিন্তু দীর্ঘদিন থেকে ব্রিজটির অনেক পাটাতনের নাট খুলে গেছে। ব্রীজটি শ্রীঘ্রই মেরামত করা না হলে যে কোন মুহুর্তে পাটাতন সরে গিয়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটে ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান ও বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু বলেন,ব্রীজটির অনেক পাটাতনের নাট খুলে গেছে। নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী হামিদুর রহমানের সঙ্গে কথা বলেও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেনি। তবে যখন কোন বড় ধরণের দূর্ঘটনা ঘটলে তারপর হয়তো কর্তৃপক্ষের চেতনা ফিরে পাবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 108224143236790706

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item