নীলফামারীর কিশোরগঞ্জে আলোর ফাঁদ প্রযুক্তিতে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষক

মোঃ শামীম হোসেন (বাবু)কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ ও রংপুরের বদরগঞ্জ উপজেলায় রোপা আমন ধান ক্ষেতে পোকা দমনে “আলোর ফাঁদ প্রযুক্তিতে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষক। একই সাথে পোকা শনাক্ত করে প্রয়োজনীয় কীটনাশক ব্যাবহার করতে পারছেন তারা । কিশোরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, রাতের বেলা উজ্বল আলোয় ঝাঁকে ঝাঁকে উড়ে  এসে জড়ো হয় বিভিন্ন ধরনের পোকামাকড়। সেই পোকামাকড় আলোর নিচে রাখা বড় পাত্রে সাবান রাখা পানিতে আটকা পড়ে। এরপর কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পোকা শনাক্ত করে কৃষকদের ব্যাবস্থা নেওয়ার পরামর্শ দেন। এভাবে নীলফামারীর কিশোরগঞ্জ ও রংপুরের বদরগঞ্জ উপজেলায় রোপা আমন ধান ক্ষেতে আলোর ফাঁদ বসিয়ে পোকামাকড়ের উপস্থিতি জরিপের কাজ শুরু  করা হয়েছে। কুষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ক্ষেতের পোকামাকড় দমন ও চিহ্নিত করায় কৃষকরা তাৎক্ষনিক বালাইনাশক প্রয়োগ করতে পারছেন। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক ও বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সম্বনিত বালাই ব্যাবস্থা প্রকল্পের আওতায় এবং কৃষক উদ্বদ্বকরনের মাধ্যমে কিশোরগঞ্জ উপজেলায় ২৭ টি ব্লকে ২০০ টি আলোর ফাঁদ ও বদরগঞ্জ উপজেলায় ৩১ টি ব্লকে ১৫০ টি আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে।তাছাড়া উপজেলা দুটির বিস্তীর্ণ আমনের ক্ষেতে আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে কৃষকরা সহজেই পোকামাকড় দমন ও চিহ্নিত করে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে পারছেন। এদিকে গত মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের পাম্পের মোড় ও বদরগঞ্জ উপজেলার রাধানগর উইনিয়নের ধলাইঘাট ইউনিয়নে আলোর ফাঁদ বসিয়ে পোকার  উপস্থিতি পর্যবেক্ষন  শুরু হয়েছে। এদিকে  কিশোরগঞ্জ সদর ইউনিয়নে পাম্পের মোড়ে  ও বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের ধলাইঘাটে এ ফাঁদ বসিয়ে পোকার উপস্থিতি পর্যবেক্ষন ও শনাক্তকরন কার্যক্রমের প্রদর্শন করেন, কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বুশরাত জাহান, উপসহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত হোসেন,বদরগঞ্জ উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষন  কর্মকর্তা কণক চন্দ্র রায় ও উপ সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম।  কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক ও বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পোকা দমনে আলোর ফাঁদ একটি সফল প্রয়ুক্তি। এটি ব্যাবহার করে কৃষক সহজেই পোকার আক্রমন থেকে রক্ষা পাবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4486345388292330030

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item