জলঢাকায় সাপ্তাহিক জল-- সমাচার পত্রিকার মোড়ক উন্মোচন।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সন্ধায় নতুন পত্রিকা সাপ্তাহিক জল -- সমাচারের মোড়ক উন্মোচন করা হয়। স্হানীয় সংসদ সদস্য ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন।  এ উপলক্ষে জল - সমাচার পরিবারের আয়োজনে উপজেলা হলরুমে এ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জল -- সমাচারের প্রকাশক ও সম্পাদক রেজাউদ্দোলা বাবুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন -- উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জলঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, প্রধান শিক্ষক ও জল- সমাচারের উপদেষ্টা রেহেনা পারভিন পাপড়ি, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশরাত জাহান পল্লবী, সমকালের উপজেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম মিতু। এসময় উপষ্হিত ছিলেন বিএমআই কলেজের প্রভাষক তশলিম উদ্দিন, মহিলা কলেজের প্রভাষক হাসনা হেনা কথা,প্রভাষক জিয়াউর রহমান লিংকন,শাফিয়া কাওছার জ্যোতি, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান, অনিল কুমার রায়, উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, পৌর সভার কাউন্সিলর বিস্বনাথ রায়, সাংবাদিক মর্তুজা ইসলাম মাষ্টার প্রমুখ। পত্রিকাটির মোড়ক উন্মোচনের পুর্বে টেলি কনফারেন্সের মাধ্যমে এমপি অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, পত্রিকাটি যেন মানবতার, সত্য ও ন্যায়ের কথা বলে, সর্বোপরি সরকারের উন্নয়ন  তুলে আনতে পারে সেদিকে সজাগ দৃষ্টি থাকতে হবে।অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজিব চৌধুরী।

পুরোনো সংবাদ

নীলফামারী 5250241293694267371

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item