জলঢাকায় আলোর ফাঁদ প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকার কাঁঠালী ইউনিয়নের আহেলার বাজার সংলগ্ন ধান ক্ষেতের পার্শ্বে আলোর ফাঁদের মাধ্যমে পোকার উপস্থিতি নির্ণয় এবং তার প্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারন শীর্ষক প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্ত্বে উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহ: রাশেদুল হক প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব হারুন-অর-রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার একেএম বদরুদ্দোজা এবং কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন তুহিন। বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান সকলের নিকট বেশ উপভোগ্য হয়। বক্তরা আলোর ফাঁদের মাধ্যমে ক্ষতিকারক পোকা দমন ও পোকার উপস্থিতের মাধ্যমে কৃষকদের পরবর্তী করনীয় নির্ধারনসহ কৃষিতে আধুনিক প্রযুক্তিসমূহ গ্রহনের ব্যাপারে উৎসাহ প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একই দিনে খুটামারা ইউনিয়নেও অনুরুপ প্রদর্শন অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 917807323319514395

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item