জলঢাকায় জুয়ার আসরে অভিযান

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ সেপ্টেম্বর॥
নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে ১ মাস করে বিনাসশ্রম কারাদন্ড ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে সাজাপ্রাপ্তদের জলঢাকা পুলিশ জেলা কারাগারে প্রেরন করেছে।
জানা যায়  শুক্রবার গভীর রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বেরুবন্দ হাটের অদুরে জুয়া (ফরগুটি) খেলার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়ীকে আটক করে।
রাতেই ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মুহা.রাশেদুল হক প্রধান এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো-দক্ষিণ বেরুবন্দ গ্রামের সোলেমানের ছেলে আনারুল ইসলাম (২৫),একই গ্রামের করিমুদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭), মজিবর রহমানের ছেলে আনারুল হক (৪০),অলিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩০),জফির উদ্দিনের ছেলে আব্দুল খালেক (২৬), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৭), সামছুল হকের ছেলে কবির হোসেন (৩০) ও আব্দুল আজিজের ছেলে জিয়ারুল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান জলঢাকা উপজেলাকে জুয়ামুক্ত রাখার চেস্টা চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3652582992520624969

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item