জলঢাকায় ভিক্ষুকদের মাঝে মাংশ ও চাল বিতরন।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে মাংশ ও চাল বিতরন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ৩২১ জন ভিক্ষুককে এক কেজি মাংশ ও পাঁচ কেজি করে চাল বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এসময় উপষ্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল ( এমএসআই)  এর বিভাগীয় প্রতিনিধি আব্দুর রাজ্জাক, মুসলিম এইডের উপজেলা ম্যানেজার রবিউল ইসলাম, উত্তর কাজিরহাট মহিলা মাদরাসার পরিচালক ডাঃ আনোয়ার হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ।
মাংশ ও চালের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান বলেন ২ টি গরুর ১টি মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল ( এমএসআই)  ও ১টি মুসলিম এইড দিয়েছে আর ১টি আমি ও উপজেলা চেয়ারম্যান কিনেছি। চাল গুলো  কাঠালী ইউনিয়ন থেকে জব্দকৃত ৩৬ বস্তা ভিজিএফের চাল। অন্ধ ভিক্ষুক মমিনুর রহমান বলেন এর আগেরবার হামা খালি গোস্ত পাছিনো, এবার গোস্তের সাথে ৫ কেজি চাইলো পাছি। হামা ইউএনও স্যারের উপরে খুব খুশি। আল্লাহ স্যারের ভালো করুক।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5705784362304932716

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item