জলঢাকায় অনুপস্থিতির অভিযোগে ২০ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ও একদিনের বেতন কর্তনের নির্দেশ

মর্তুজা ইসলাম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় শনিবার  শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় ১৭ জন ও গত বৃহস্পতিবার ৩ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ও একদিনের বেতন কর্তনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহ:রাশেদুল হক প্রধান। আজ সকালে সাড়ে নয় হতে ১১টা পর্যন্ত উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন। এসময় টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫ জন,দক্ষিণ দেশীবাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৯জন,পাঠানপাড়া এমইউ আলীম মাদ্রাসায় ১জন,কালকেউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১জন ও দক্ষিণ দেশীবাই মতিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১জন। এছাড়া বৃহস্পতিবার জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩জন অনুপস্থিত পান। পরে নিজ কার্যালয়ে ফিরে উক্ত দপ্তর প্রধানদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে কারণ দর্শানো নোটিশসহ ১দিনের বেতন কর্তনের নির্দেশ দেন। এবিষয়ে দক্ষিণ দেশীবাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান,আমি অসুস্থ। প্রশ্নের কাজে বাইরে ছিলাম। টেংগনমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান অনুপস্থিত শিক্ষক শিক্ষকদের পক্ষে সাফাই গেয়ে বলেন, এটা অনুপস্থিত নয়। লেট প্রেজেন্ট। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উদ জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়গুলো পরিদর্শনকালীন যেসব অসঙ্গতি পেয়েছেন সেসবের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মুহ:রাশেদুল হক প্রধান জানান,উপজেলায়িতে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের জন্য আমি এমন আকস্মিক পরিদর্শনে যাবো।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 272400560461013354

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item