টঙ্গীতে কারখানার আগুন নেভেনি : আরেকজনের মৃত্যু

ডেস্কঃ
টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় বিস্ফোরণের পর আগুনে দগ্ধ এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃত ব্যক্তির সংখ্যা ২৫-এ দাঁড়িয়েছে।
গতকাল শনিবার সকালে কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন আজ রবিবার সকালেও পুরোপুরি নেভেনি। সকাল সাড়ে ৮টার দিকে কারখানায় আগুন জ্বলতে দেখা গেছে। আগুন নেভাতে পালাক্রমে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
গতকাল দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন দাস (৩৫)। হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রিপন দাস ওই কারখানার প্রিন্টিং অপারেটর ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলে।
সিলেটের বিএনপির সাবেক এমপি সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন ওই কারখানায় সাড়ে চারশ’ মতো শ্রমিক থাকলেও শুক্রবার রাতের পালায় ৭৫ জনের মতো কাজ করছিলেন। শনিবার ঈদের ছুটি হওয়ার কথা ছিল। শনিবার ভোরের দিকে বয়লার বিস্ফোরিত হলে পাঁচ তলা ওই কারখানা ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর ও উত্তরাসহ আশপাশের ফায়ার স্টেশনের ২৫ ইউনিট নেভানোর কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, দিনভর চেষ্টার পর গভীর রাতে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। আজ সকালে কোথাও কোথাও আগুন জ্বলতে দেখা গেছে। তবে এই আগুন ছড়ানোর আশঙ্কা নেই।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার ভেতরে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। ভেতরে কোনো লাশ আছে কি না, তাও নিশ্চিত নয়।
সকালেও কয়েকজন কর্মীর খোঁজে কারখানার বাইরে অপেক্ষা করতে দেখা গেছে তাদের স্বজনদের।
উদ্ধারকর্মীরা কাজ শুরু করার পর শনিবার বিকাল পর্যন্ত মোট ২৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। এদের কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আগুনে কারখানার কাঠামো ভেঙে পড়ে তার নিচে চাপা পড়ে মারা যান কেউ কেউ।
এই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। কমিটিকে ১৫ দিনের মধ্েয প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা দেয়া হবে বলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন। এছাড়া গাজীপুর জেলা প্রশাসন নিহতদের প্রত্েযকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিচ্ছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5138798830444839833

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item