চিলাহাটিতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি

আবু ছাইদ, চিলাহাটী,ডোমার, নীলফামারী প্রতিনিধি ঃ
চিলাহাটিতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকাজনক ভাবে বেড়েছে এমনকি দিন দিন বেড়েই চলছে। এই বেওয়ারিশ কুকুরের অত্যাচারে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীরা, সাধারণ পথচারী এবং বিশেষ করে কমলমতি শিশু ছাত্র-ছাত্রীরা আতংকগ্রস্থ হয়ে পড়েছে। এলাকা ঘুরে দেখা গেছে, ডোমার উপজেলা শহর সহ চিলাহাটি, মিরজাগঞ্জ, আমবাড়ী গোমনাতী সহ ছোট ছোট হাটবাজারগুলোতে বাজারের মোড়, রেলঘুন্টি, রেলষ্টেশন, চৌরাস্তা মোড়, ভেতর বাজার সহ জনবহুল স্থানগুলোতে বেওয়ারিশ কুকুরগুলির অবাধ বিচরন। কুকুড়ের কামড়ে জলাতংক রোগ হলেও চিকিৎসার জন্য ডোমারে হাসপাতালে এর টিকা পাওয়া যায় না। এই এলাকায় কুকুর কামড়েরর ঘটনা ঘটলে এলাকার মানুষকে বাধ্য হয়ে ৩/৪ হাজার টাকা দিয়ে ভ্যাকসিন ক্রয় করে দিতে হয়। আর যাদের টাকা খরচ করার সামর্থ নাই তাদেরকে কবিরাজের কাছে ধন্যা দিয়ে গুড়, লবন, কলাপড়া খেয়ে এই রোগ থেকে বাঁচার চেষ্টা করতে হয়। এই বেওয়ারিশ কুকুরগুলো ভয়ে এলাকার মানুষ বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কমলমতি শিশুরা আতংকিত। বেওয়ারিশ কুকুরগুলি নিধনের জন্য এলাকার জনসাধারণ কতৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3711224795642219025

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item