ডোমারে পাষন্ড স্বামীর নির্যাতনের শিকার তাজকিনার মানবেতর জীবন যাপন

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে যৌতুক লোভী পাষন্ড স্বামীর নির্যাতনের শিকার তাজকিনা বেগমের মানবেতর জীবন যাপন। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের দঃ আমবাড়ী সবুজপাড়া গ্রামের এমদাদুল হক এন্তার ছেলে রায়হান হক(২২)’র সাথে ধর্মপাল ইউনিয়নের দঃ খেরকাটি এলাকার দিনমুজুর জসিমদ্দিনের কন্যা তাজমিরা বেগম(১৮)’র সাথে গত ৩০/০৯/২০১৩ ইং তারিখে বিয়ে হয়। বিয়ের কয়েকমাস যেতে না যেতেই যৌতুকলোভী স্বামী ও শশুর শাশুরী মিলে কারনে অ-কারনে তাজকিনাকে শারিরিক ও মানুষিক নির্যাতন করে। এমনিভাবে সংসার চলাকালীন অবস্থায় তাজকিনা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরই মাঝে রায়হান যৌতুকের ৫০ হাচার টাকা ও বাই সাইকেলের জন্য চাপ প্রয়োগ করে। বিষয়টি তাজকিনা তার বাবাকে জানালে তিনি তা দিতে অপারোকতা প্রকাশ করায় নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি মুখে কাপড় বেধেঁদিয়ে খুটির সাথে রশি দিয়ে বেধেঁ মারধর করেছে বলে অভিযোগ তাজকিনার। তাকে শাসন করতে তার বাবা এন্তা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এনিয়ে সংশিস্ট ইউপি সদস্য শফিকুল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ মিলে একাধীকবার বিচার শালিস করে। সেই থেকে গত ৪মাস পূর্বে স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যায় রায়হান। কিন্তু সেখানেও তার নিস্তার নেই। গত কোরবানী ঈদের দিন ও ঈদের পর দিনেও তাকে বেধরক মারপিট করে শিশু সন্তানটিকে আছার মারে এবং তাজকিনাকে রক্তাক্ত করে। পরে বাসা ওয়ালার স্ত্রী সহ পাশের মহিলারা তাকে উদ্ধার করে বাসে তুলে বাড়ীতে পাঠায়। সেই থেকে অসহায় তাজকিনা শিশু সন্তান কে নিয়ে বাবার বাড়ীতে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে। এবিষয়ে রায়হানের পিতা এন্তা জানান, অনেক চেষ্টা করে ছেলেকে মানুষ করতে পারিনি। সামান্য বিষয়ে ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার ছেলের মাথায় গন্ডগোল আছে বলে তিনি জানান। যৌতুক লোভী পাশন্ড রায়হানের দৃস্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান তাজমিরার পরিবার।     

পুরোনো সংবাদ

নীলফামারী 16519244133973478

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item