ডোমারে বাঁশের তৈরী ডালী কুলা বিক্রি করে কেমন আছে শুকুর আলী।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে জীবন যুদ্ধে জয়ী এক আত্বকর্মী শুকুর আলীর কিছু কথা না বললেই নয়। সামান্য ব্যবসা করে সংসার জীবন অতিবাহিত করছে সে। ডোমার উপজেলার  ভোগডাবুড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া গ্রামের মৃত সুন্দর শেখের ছেলে শুকুর আলী(৪৫) দির্ঘদিন ধরে বাঁশের তৈরী জিনিষ পত্র হাটে বাজারে বিক্রি করে অভাব অনটনের মধ্য দিয়ে সংসার চলতো শুকুর আলীর। ৩ ছেলে ২ মেয়ে এবং স্বামী স্ত্রী মিলে পরিবারের লোক ৭জন। ব্র্যাক থেকে প্রথমে ১০হাজার টাকা ঋণ নিয়ে গ্রাম থেকে অল্প দামে বাঁশ কিনে পরিবারের ৭জন মিলে ডালী, কুলা, খৈ চালা, পাল্লা. চাংগাই, টুকুরী, ধারা সহ প্রায় ১০/১৫টি বাঁশ জাতদ্রব্য তৈরী করে হাটে বিক্রি করে কিছুটা উন্নতির মূখ দেখেছে। এবার আশা থেকে ৫০হাজার টাকা ঋণ নিয়ে এসব তৈরী করে ছেলেরা হাটে বাজারে এবং শুকুর আলী ভ্যানে ভ্রাম্যমান দোকানের পরশা সাজিয়ে গ্রামে গ্রামে, পাড়ায়, মহল্লায় ফেরী করে এসব বিক্রি করছে। ব্যবসা করে ২মেয়ের বিয়ে দিয়ে নাতী নাতনীর মুখ দেখার সৌভাগ্য হয়েছে তার। ৩পুত্র সন্তান রেজাউল(১৮) বাবুল(১৬) শরিফুল(৮) সহ স্ত্রী মহছেনা বেগম কে নিয়ে বেশ সুখে শান্তিতে আছে শুকুর। প্রতি মাসে ১৫ থেকে ১৮ হাজার টাকা আয় হয় ওই দোকান থেকে। সংসার খরচ বাদ দিয়ে প্রতি মাসে ৫/৬ হাজার টাকা জমা রাখেন সন্তানদের ভবিষ্যৎতের জন্য। গ্রামে তার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো এদের মধ্যে নারী ক্রেতাই বেশী। তবে এনজিও ঋণ পরিশোধ করে আর ঋনের প্রয়োজন হবে না। ঐতিহ্যবাহী এই পেশাকে ধরে রাখতে এবং সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা পেলে আরো অনেকটা এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8449731824578420573

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item