ডোমারে সাজাপ্রাপ্ত সহ দস্যুতা মামলার ৮ আসামী আটক।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে সাজা প্রাপ্ত সহ দস্যুতা মামলার ৮আসামী কে আটক করেছে ডোমার থানার পুলিশ। ২৬সেপ্টেম্বর সোমবার রাতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবিরের  নেতৃত্বে অফিসার ইনচার্জ আহমেদ রাজিউর রহমান, (ওসি তদন্ত) হারেসুল ইসলাম ও সংঙ্গীয় ফোর্স মিলে প্রথমে চিকনমাটি দোলাপাড়া রেলঘুন্টি আউট সিগনালের পাড় হতে ডোমার থানার জিআর মামলা নং-২৯/০৯ এবং আদালতের ২বছরের সাজা প্রাপ্ত আসামী চিকনমাটি ঢুষাটারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রইছুল ইসলাম সুমন ও আরেক সহযোগী জলঢাকা উপজেলার চাওরাডাঙ্গী বালাগ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে লেলিন(২২)’কে আটক  করে। থানা সুত্রে যানাযায়, ৪ সহযোগী মিলে সেখানে চুরি ও ছিনতাই করার পরিকল্পনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ২সহযোগী পালিয়ে যায় এবং মটর সাইকেল তালা খোলা যন্ত্র, বিদ্যুৎতের তার কাটা ও গ্রীল কাটার সরঞ্জাম উদ্ধার করে। তাদের দেয়া জবানবন্দি অনুযায়ী গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে আরো ৬জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চিকনমাটি ঢুষাটারীর লুৎফর রহমানের ছেলে সুজন(২৫) ছকিমদ্দিনের ছেলে নুর আলম(১৯) জাহেনুর ইসলামের ছেলে রাব্বি ইসলাম(২২) খাটুরিয়া বসুনিয়ার হাট এলাকার আতোয়ার রহমানের ছেলে আজিজুল হক(৪৫) আব্দুর রহমানের ছেলে এলাহী(৩৬) এবং দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়ার আশরাফ আলীর ছেলে আলমগীর হোসেন(৩৩)। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ৩৯৩ ধারায় ডোমার থানার মামলা নং-১৩, তারিখ-২৭/০৯/১৬ দায়ের করে মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2569231686726026002

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item