ঈদে ঘরে ফেরা ডোমারের যাত্রীদের জন্য সুখবর

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ


ঈদুল ফিতরের ন্যায় এবারো ঈদুল আযহায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ঘরমুখো যাত্রীদের জন্য নীলফামারীর ডোমার থানা পুলিশ নিরাপক্তা ব্যবস্থা জোড়দার করেছে। রাতে দুর পাল্লার গাড়ীতে করে এসে ডোমারে যে সব যাত্রী নামবেন তাদের জন্য একটি বিশ্রামগারের ব্যবস্থা করা হয়েছে। সকাল হবার পর যাত্রীরা নির্বিঘেœ ও নিরাপদে নিজবাসভবনে যেতে পারেন এই চিন্তা মাথায় রেখে এই ব্যবস্থা করেছেন নীলফামারীর ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান ।

আজ শনিবার সকালে ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান জানান ডোমার উপজেলা থেকে যে সকল ঢাকা,কুমিল্লা, চট্রগ্রাম, নারায়গঞ্জ,সায়েদাবাদ চলাচলকৃত কোচ কাউন্টারের এজেন্ট রয়েছে তারা সহ ডোমার মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এই বিশেষ ব্যবস্থার করা হয়। এতে ঈদে ঘর ফেরা মানুষের যাতায়াত নির্বিঘœ করার জন্য সড়ক পথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌড়াত্ব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়। ভোর রাতে যেসব যাত্রী ডোমারে এসে নামবেন তারা যাতে সে সময় বাড়ির পথে না গিয়ে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন তার জন্যই এই বিশ্রামগারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যাত্রীরা সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন। থাকবে পুলিশ পাহারা।ডোমারে ভোর রাতে যে সব যাত্রী নামবেন তাদের স্ব স্ব কোচ কাউন্টার এজেন্টরা বিশ্রামাগারে নিয়ে পৌছে দিবেন। এ ছাড়া কোন যাত্রী যদি সমস্যার সম্মুখিন হন তাহলে ডোমার থানার মোবাইল নম্বর ০১৭১৩-৩৩৭৯১৩ সরাসরি অভিযোগ করতে পারবেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1536079338546225413

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item