ডোমার বেতগাড়ায় কনে দেখতে এসে বরকে আটক জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ-

নীলফামারী ডোমার বেতগাড়ায় কনে দেখতে এসে বরকে আটক। জোর পূর্বক বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে কনে পক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেতগাড়া বাবুপাড়া গ্রামে। ৪দিন আটক থাকার পরে মঙ্গলবার বরের অভিভাবক ডোমার থানায় অভিযোগ দায়ের করলে এসআই ফজলুল হক বেতগাড়া গিয়ে কনের বাড়ি থেকে বর ময়নুল সহ তার বন্ধুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বরের পরিবারের কাছে তাকে হস্তান্তর করে।অভিযোগ সূত্রে জানাযায়, গত শনিবার বিকালে উক্ত গ্রামের মৃত নুর ইসলামের কন্যা নবম শ্রেনীর ছাত্রী লাইলী বেগম(১৬)’কে প্রতারক ঘটকের মাধ্যমে দেখতে আসে বোদা উপজেলার টোকরাভাসা দামরা দিঘি এলাকার আব্দুস সালামের ছেলে ময়নুল হক(২১)। কনে দেখে পছন্দ না হওয়ায় ঘটকের জোগসাজসে ও এলাকার ইউপি সদস্য আব্দুস সোবাহান ও জাহিরুল ইসলামের সহযোগিতায় বর পক্ষের লোকদের আটক করে জোরপূর্বক বিয়ে দেয়ার চেষ্টা চালায়। এতে করে তারা রাজি না হওয়ায় লাঠি শোটা ও অস্ত্রের ভয় দেখীয়ে বরের ইচ্ছার বিরুদ্ধে কাবিন নামায় সাক্ষর নেয়। এরই এক পর্যায়ে কৌশলে বর পালানোর চেস্টা করলে তাদের ঘরে আটকে রাখে বলে অভিযোগ করে অভিভাবক।

পুরোনো সংবাদ

নীলফামারী 6727052487970303796

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item