ডোমারে মুক্তিযোদ্ধা পরিবারে রাস্তা বন্ধ করে দিয়েছে দুৃর্বৃত্তরা

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে জাতীর সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ববিনের বাড়ী হতে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ববিন থানায় লিখিত অভিযোগ করলেও অদ্যবধি রাস্তা খুলে দেওয়া হয়নি। ফলে নিদারুন কষ্টে দিননিপাত করছে মুক্তিযোদ্ধার পরিবারটি। অভিযোগে জানাযায়, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ড চিকনমাটি গ্রামের মৃতঃ আব্দুল আলিমের সন্তান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ ববিন সন্তানাদি নিয়ে বাপ-দাদার ভিটায় বসবাস করে আসছে। কিন্ত কিছুদিন থেকে তার প্রতিবেশী আব্দুল মমেন গংগণ মুক্তিযোদ্ধা ববিনের কাছে বসত ভিটার দুই শতব জমি পাবে বলে তাকে জানালে তিনি পৌরসভার সার্ভেয়ার দ্বারা তার এবং অভিযোগকারী প্রতিবেশীর জমি মাপযোগ করিলে পৌরসভার সার্ভেয়ার প্রতিবেদন দেয় যে উভয়ের জমি সঠিক রয়েছে। পৌরসভার সার্ভেয়ারের প্রতিবেদনের পর আব্দুল মমেন গংগন গত ১৯ জুলাই রাতের আধারে মুক্তিযোদ্ধা ববিনের বসতবাড়ীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন বলে অভিযোগে জানা যায়। মুক্তিযোদ্ধা ববিন বলেন, রাতে আমরা ঘড়ের বাইরে শোরগোল শুনে উঠে দেখতে পাই আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিচ্ছে মমেন গংগন। আমরা তাদের রাতের আধারে রাস্তা বন্ধ করার কারন জানতে চাইলে তারা বিভিন্ন প্রকার অস্ত্র বের করে আমার ৪টি মেহগণি গাছসহ বসতবাড়ীর চলাচলের রাস্তা বরাবর ২০ ফুট টিনের বেড়া দিয়ে জোড়পৃর্বক ঘিরে দেয়। আমি রাতেই স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গকে বিষয়টি জানালে তারা শালিস-মিমাংসা করতে ব্যার্থ হয়। তিনি আরো বলেন, আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় আমার পরিবার এক প্রকার অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আমি দেশের জন্য যুদ্ধ করলেও আজ আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হলেও আমি কোন বিচার পাচ্ছি না। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item