ডিমলায় ব্যাটারী চালিত ভ্যান উল্টে শিশুর মৃত্যু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ সেপ্টেম্বর॥
ব্যাটারী চালিত ভ্যান উল্টে  অনামিকা নামে তিন বছরের এক শিশুর  মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চারঘরি চাপানী গ্রামে। নিহত শিশুটি উক্ত গ্রামের ব্যাটারী চালিত ভ্যান চালক আনোয়ার হোসেনের শিশু মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায় গতকাল শুক্রবার বিকালে ভ্যান চালক আনোয়ার হোসেন তার  বাড়ীর সামনে ভ্যান রেখে বাড়ীর ভেতরে কাজ করছিল। এ সময় আনোয়ারের সাত বছরের ছেলে আশিক তার ছোট বোন অনামিকাকে ভ্যানে বসিয়ে  ভ্যানের ব্যাটারীর সুইচ অন করতে গেলে ভ্যানটি দ্রুত বেগে গিয়ে সামনে রাস্তায়  উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে অনামিকা।  তাকে উদ্বার করে প্রথমে ডিমলা হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটির শারিরিক অবস্থার অবনতি ঘটলে রাত আটটার দিকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পাগলাপীর নামকস্থানে শিশুটির মৃত্যু হয়। ডিমলা থানার এসআই শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  পরিবারের লোকজনের আবেদন ভিত্তিতে শিশুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2828749448786710062

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item