ডিমলায় শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

“সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, আলোকিত মানুষ গড়–ন” এই শ্লোগানকে সামনে রেখে সেই সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত নিশ্চিত করণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ০৩ রা  সেপ্টেম্বর শনিবার শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়ের আয়োজনে অত্র মহাবিদ্যালয়ের সভাপতি জিয়াউর রহমান এর সভাপতিত্বে মহাবিদ্যালয়ের গভর্নিং বডির, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইমাম, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীর সমন্বয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে  মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগ, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মনোয়ার হোসেন, জিয়াউর রহমান, গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, বানিজ্য বিভাগ, হারূনার রশিদ, প্রধান শিক্ষক, পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,  শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নাজমা আক্তার, একাদশ শ্রেণি, সাগরিকা রানী, মোখলেছার রহমান, ফরিদুল ইসলাম পাপ্পু, জগবন্ধু রায়, ইতি রানী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যপক জাহাঙ্গীর আলম, পৌরনীতি ও সুশাসন বিভাগ, শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়।
অপরদিকে ডিমলা তিস্তা ডিগ্রী কলেজ প্রাপ্তনে  খায়রুল ইসলাম খোকার সভাপতিত্বে জঙ্গীবাদ প্রতিরোধ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সৈয়দ আলী, সোহরাব হোসেন, সভাপতি, খালিশা চাপানী ইউনিয়ন আ’লীগ, উপাধক্ষ্য মোকলেছার রহমান, সহকারী অধ্যাপক মাহবুবার হোসেন, প্রভাষক নুর বেলাল।
সভাটি যৌথ ভাবে পরিচালনা করেন প্রভাষক সমাপ্তি রানী ও সফিকুল ইসলাম।
এছাড়াও ডিমলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, নাউতারা গার্লস স্কুল এ্যান্ড কলেজ, নাউতারা আবিউনেচ্ছা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়, ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্ব-স্ব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের সুধীজন অংশগ্রহণ করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 361701234608943253

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item