জঙ্গিবাদের কালো থাবা থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হবে- ডিআইজি রংপুর

হাজী মারুফ :

 রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম বলেছেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় ইস্যু হল জঙ্গিবাদ। জঙ্গিবাদের কালো থাবা গ্রাস করার চেষ্টা করছে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের। তাই শিক্ষক ও অভিভাবকদের সর্বোচ্চ সচেতন থেকে জঙ্গিবাদের কালো থাবা থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হবে। রবিবার রংপুর পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের সেরা স্থান অর্জন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, হয়তো মগজ ধোলাই করার জন্য অনেক লোকই আসতে পারে। কিন্তু সেইসব জঙ্গিবাদিদের কঠোরভাবে প্রত্যাখ্যান করতে হবে। পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. কে এম জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, সচিব আমিনুল হক সরকার, রংপুর পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের গভর্ণি বডির সভাপতি মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এবিএম জাকির হোসেন, পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্য অধ্যক্ষ কে. এ. এইচ ফকরুল আনাম বেঞ্জু, এ্যাড. দিলসাদ ইসলাম মুকুল, ড. তুহিনা আফরোজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন, পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের প্রভাসক এ কে এম জগলুল আলম, সিনিয়র শিক্ষক খাইরুল আনাম, প্রতিষ্ঠানের লোনা ও শীখা। 

পুরোনো সংবাদ

প্রধান খবর 4604527316201881392

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item