দেবীগঞ্জে দরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাল বিতরণের উদ্বোধন

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক হত দরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কৃষিকার্ডসহ ব্যাপক উন্নন মুলক কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি ব্রিজ, কালভার্ট মেরামত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন এবং সারাদেশে ব্যাপক হারে স্কুল কলেজ জাতীয়করণের মাধ্যমে দেশকে নিম্নমধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করার সর্বত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক আজ এই উপজেলার ৬টি ইউনিয়নের ১২টি পয়েন্টে ৬ হাজার  জন হত দরিদ্রের মাঝে ১০টাকা কেজি চাল বিতরণের উদ্বোধন করা হচ্ছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোওয়া করবেন তিনি যেন তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা রুপান্তরিক করতে পারেন।এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান লুৎফুন্ন নাহার লাকী,  বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সভাপতি আ.স.ম.নুরুজ্জামান, দেবীডুবা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল মমিন সরকার,উপজেলা ওসি এলএসডি মাজেদুল ইসলাম,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মিঠু ও স্বপন প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3170563200804841005

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item