বেরোবিতে দুই শিক্ষার্থীকে বহিষ্কার

মামুনুর রশিদমেরাজুল-রংপুরথেকে ঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সেমিষ্টার ফাইনাল পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অভিযোগে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দুই শিক্ষার্থীকে দুই সেমিষ্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় (১লা সেপ্টেম্বর) বিভাগটির নোটিশবোর্ডে সাটানো বহিস্কার আদেশটিতে এতথ্য জানানো হয়।।

চলতি বছরের গত ২৮ শে জুন  বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড কতৃক অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ২য় সেমিষ্টার ফাইনাল পরীক্ষা এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২য় বর্ষের ২য় সেমিষ্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময় অসুদপায় অবলম্বন করার অভিযোগে এক ছাত্র এবং এক ছাত্রীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মোঃ আব্দুস সবুর এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্রী নহর-ই-জান্নাত। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।

অভিযুক্ত ওই দুই পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে মুঠোফোন মাধ্যমে প্রশ্নের উত্তর কপি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড তাদেরকে ঢ+২ সেমিষ্টার পরিক্ষা থেকে বিরত রাখার নির্দেশ দেন। অর্থ্যাৎ তারা চলতি পরীক্ষা আগামী ২ সেমিষ্টার পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে না।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5647246573730833456

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item