পীরগঞ্জে লাউ গাছের সাথে শত্র“তা!

মামুনুর রশিদ মেরাজুল-
পীরগঞ্জে এক কৃষকের ১ বিঘা জমিতে চাষকৃত ফলবান লাউ গাছ কেটে ফেলায় প্রায় ১ লাখ  টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামে কে বা কারা ওই লাউ গাছ কেটে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মতিন মিয়া জানান, আমি ১ বিঘা (৩৩ শতাংশ) জমিতে জাংলী (মাচাং) দিয়ে লাউ চাষ করেছি। অনেক লাউও ধরেছে। কিন্তু কে বা কারা শত্র“তা করে শুক্রবারের রাতে সম্পূর্ন জমির লাউ গাছ কেটে ফেলায় আমার আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, জমিতে বাঁশ, ঘেরা, ছাউনীসহ উৎপাদন খরচও প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হলো। এ ক্ষতি আমি কিভাবে পুষিয়ে তুলবো বলেই তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন।

পুরোনো সংবাদ

রংপুর 2317800353643828881

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item