পাগলাপীরে এক দিনের ব্যবধানে ৪০ টাকার কাঁচা মরিচ ৮০

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
এক দিনের ব্যবধানে রংপুরের পাগলাপীরের বিভিন্ন হাট বাজারে ৪০ টাকা কেজি কাচা মরিচ এখন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের লাগামহীন মুল্য বৃদ্ধি পেয়ে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় নি¤œ  মধ্যবিত্ত সহ মাঝারি কৃষক পরিবারের ক্রেতা সাধারনের নাভিশ্বাস বেড়ে চলেছে। সরেজমিনে গতকাল মঙ্গলবার পাগলাপীরের কাঁচা বাজার নামাহাট, হরকলি, শীবেরহাট, পানবাজার , শলেয়াশাহ, খারুয়াবাধা , গঞ্জিপুর, ধনতোলা ও বেতগাড়ী সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা ১ দিন আগে যে কাঁচা মরিচের কেজি ৪০ টাকা দরে বিক্রি করেছিলেন এখন দাম বেড়ে যাওয়ায় সেই কাচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। নামা হাটের বাদশা, অনিল, হরকলির মহুবার, ্আজিত সহ অঞ্চলের ব্যবসায়ীরা জানান এখন ভরা বর্ষা মৌসুম চলছে । এছাড়া হাট বাজারে আমদানী কম, তাই কাঁচা মরিচের দি¦গুন মুল্য বৃদ্ধি পেয়েছে। 

পুরোনো সংবাদ

রংপুর 5959866655665812436

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item