পীরগাছা সাব রেজিষ্টার কর্তৃক পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছা সাব রেজিষ্টারের বিরুদ্ধে গত চলতি সপ্তাহের শেষ দুদিনে ও গতকাল রবিবারসহ তিন দিনে প্রায় দুই শতাধিক দলিল সম্পন্ন করে অতিরিক্ত প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায় , উপজেলা সাব রেজিষ্টার যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে জমি দাতা ও গৃহিতার নিকট থেকে একটি চক্রের মাধ্যমে প্রতিনিয়ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক সময় দাতার জমির কাগজপত্র সঠিক না থাকলেও কৌশলে সক্রিয় চক্রের যোগসাজসে মোটা অংকের বিনিময়ে দলিলের কাজ সম্পন্ন করে থাকেন। গত চলতি সপ্তাহের শেষ দু’দিনে মঙ্গল, বুধবার ও গতকাল রবিবার (২৩, ২৪ ও ২৮ আগস্ট) তিন দিনে প্রায় দুই শতাধিক দলিল সম্পন্ন করেন। একটি সুত্রে জানা যায়,গত মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলা সাব রেজিষ্টার ফাতেমা খাতুন অল্প সময়ের মধ্যে ৯৪টি,  বুধবার(২৪ আগস্ট) ৮৪টি ও রবিবার(২৮ আগস্ট) প্রায় ৫৯টি দলিল সম্পন্ন করেন। সাব রেজিষ্টার দলিল প্রতি তার অফিস খরচ বাবদ ১২শত, টিপসহি বাবদ চাঁদা ১শত ও ২শত টাকার হলফনামা দিয়ে ১হাজার টাকা জমি গ্রহীতার নিকট থেকে  আদায় করে থাকেন। এতে জমি গ্রহিতা টাকা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন ধরনের হয়রানী করা হয়। এক হিসেব মতে, গত মঙ্গবার ৯৪টি দলিলের বিপরীতে অফিস খরচসহ ১লাখ ৯৭হাজার ৪শত টাকা, বুধবার ৮৪টি দলিলের বিপরীতে ১লাখ ৭৬হাজার ৪শত টাকা ও গতকাল রবিবার(২৮ আগস্ট) প্রায় ৫৯ টি দলিলের বিপরীতে ১লাখ ২৩ হাজার ৯শত টাকা  আদায় করেন। তিনি গত তিন দিনে প্রায় দুই শত ৩৭টি দলিল সম্পন্ন করে এর বিপরীতে প্রায় ৪লাখ ৯৭ হাজার ৭শত টাকা অবৈধভাবে আদায় সাপেক্ষে হাতিয়ে নেন।
এব্যাপারে উপজেলা সাব রেজিঃষ্টারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

পুরোনো সংবাদ

রংপুর 1131376671609241857

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item