রংপুরে জাপানি নাগরিক হত্যামামলায় আট জঙ্গির বিরুদ্ধে চার্জসীট:৫ জনকে অব্যাহতি

হাজী মারুফ

রংপুরে জাপানী নাগরিক কুনিও হোশি হত্যামামলার চার্জসীট গ্রহণ করে। পাঁচ জনকে মামলা থেকে অব্যাহতি প্রদান করে পলাতক চার জঙ্গির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার দুপুরে রংপুরের জেষ্ঠ বিচারিক হাকিম আরিফুর রহমান এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ নভেম্বর। ভারপ্রাপ্ত পিপি শাহ মোহাম্মদ নয়নুর রহমান হাসান টফি আদালতের দেয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, জাপানি নাগরিক কুনিও হোশি হত্যামামলায় গত ২ জুলাই আট জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারি পুলিশ কর্মকর্তা। সেই সাথে গ্রেফতার হয়ে রংপুর কারাগারে আটক মহানগর বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবসহ পাঁচ জনকে মামলা থেকে অব্যাহতি দেবার আবেদন করেন তদন্তকারি পুলিশ কর্মকর্তা। রোববার মামলার শুনানিতে সরকার পক্ষে কোর্ট সিএসআই বাবর আলী আদালতকে জানান মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার জন্য জেএমবির জঙ্গিদের দায়ি করে আট জঙ্গির বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন। এদের মধ্যে চার জঙ্গি কারাগারে আটক আছে। তিনি আরো বলেন, মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক বিএনপি নেতা বিপ্লবসহ পাঁচ জনের বিরুদ্ধে কোন সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এ সময় আসামী পক্ষের আইনজীবী আফতাব হোসেন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপি নেতা রাশেদুন্নবী বিপ্লবসহ পাঁচ জন বিনা দোষে দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে আটক রয়েছে। জাপানি নাগরিককে জেএমবি হত্যা করেছে এটা প্রমানিত, কারণ তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তিনি বিএনপি নেতা বিপ্লবসহ পাঁচ জনকে মামলা থেকে অব্যাহতি দেবার আবেদন জানান। শুনানি শেষে বিজ্ঞ বিচারক বিএনপি নেতা বিপ্লব, যুবদল নেতা মেরিল সুমন, ব্লাক রুবেল, ভরসা কাজল ও জাপানি নাগরিকের ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবীর হীরাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন আদালত। সেই সাথে চার্জশীট গ্রহণ করে পলাতক আসামী সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে ছবি, আহসান উল্লাহ বিপ্লব,  নজরুল ইসলাম ও সাখাওয়াত ওরফে শফিক পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। সেই সাথে কারাগারে আটক জেএমবি নেতা মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া ও আবু সাঈদকে পরবর্তী তারিখে আদালতে উপস্থিত করার আদেশ দেয়া হয়। এ ব্যাাপারে আসামী পক্ষের আইনজীবী আফতাব হোসেন জানান, দীর্ঘ ১০ মাস বিএনপি নেতা বিপ্লবসহ পাঁচ জন কারাগারে আটক রয়েছে। আমরা প্রথম থেকে বলে আসছি তারা নির্দোশ । পুলিশের দেয়া চার্জশীটে তা প্রমাণিত হয়েছে। আজ তাদের মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তিনি জানান, অন্যায়ভাবে গ্রেফতার করে ১০ মাস কারাগারে আটক রাখার ব্যাপারে তারা ক্ষতিপূরণ দেয়ার মামলা করবেন। অন্যদিকে সরকার পক্ষের ভারপ্রাপ্ত পিপি শাহ মোহাম্মদ নয়নুর রহমান টফি জানান, আদালত চার্জশীট গ্রহণ করে পলাতক চার জঙ্গির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং বিপ্লবসহ পাঁচ আসামসীকে অব্যাহতি প্রদান করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 5306797682911064415

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item