নকল ১ কোটি টাকার বিড়ির ব্যান্ডরোল আটক॥ ১ লাখ টাকা জরিমানা


হাজী মারুফ :
রংপুরের জেলা প্রশাসন ও র‌্যাব-১৩ এরং পুলিশের এর যৌথ অভিযানে হারাগাছ বানু পাড়া থেকে আজিজ বিড়ি ও আকিজ বিড়ির প্রায় ১ কোটি টাকার নকল ব্যান্ডরোল আটক করেছে।বুধবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেড লিটন সরকারের নেতৃত্বে ও র‌্যাব-১৩ ও পুলিশের যৌথ অভিযানে বিকেল সাড়ে ৪ টায় হারাগাছ বানু পাড়া থেকে আজিজ বিড়ি ও আকিজ বিড়ির প্রায় ১ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ ফজলুল হক নামে ১ জন কে আটক করেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ (৫০) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা দিয়ে ছাড়া পায়। জরিমানা পরিশোধকৃত নকল ব্যান্ডরোল সরবরাহকারী ফজলুল হক কাউনিয়া থানার বানুপাড়া গ্রামের মৃত নছর উদ্দিনের পুত্র। অভিযানে সহযোগিতা করেন ভরসা গ্রুপের ব্যবস্থাপনা লিগ্যাল এফেয়ার রফিকুল ইসলাম, রংপুর এরিয়ার আরএসএম রোবেল ইসলাম ও এম আই শামীম। অভিযানে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক আলী রেজাসহ পুলিশের সদস্যরা অংশ নেয়।ম্যাজিস্ট্রেড লিটন সরকার জানান, এতে সরকার প্রায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত হতো।আটককৃত বিড়ির নকল ব্যান্ডরোল ও বিড়ির মসল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে আগুনে ধ্বংশ করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 2387173662747294291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item