পাগলাপীরে ব্যাপক উৎসাহে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  বৃহস্পতিবার পালন হলো রংপুরের পাগলাপীরে হিন্দু সম্প্রদায়দের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। এদিকে দিবসটি উপলক্ষ্যে দিনভর পাগলাপীরের ক্ষত্রিয়পাড়া, বৈরাগীপাড়া, সরকারপাড়া, হরকলি বরন্তর, হাজরার ঝাড়, ঠাকুরপাড়া, শিবের বাজার, দীঘলটারী, আলদাদপুর, রতিরামপুর, পানবাজার, চান্দামারী, পুটিমারী, বিড়াবাড়ী ও ধনতোলা ঠাকুর পাড়া সহ অঞ্চলের বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় গ্রামে হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ আকর্ষন নারিকেল দিয়ে দধিখেলার আয়োজন করেন। এছাড়াও মন্দির, মন্ডপ, ও হরিসভা সহ নানা ধর্মীয় উপাসনালয় গুলোতে পুজা অর্চনা ভক্তি প্রার্থনা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন। জানা যায়, ভগবান শ্রী কৃষ্ণ এই দিনে অষ্টমী তিথীতে দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্য অবতার রুপে মর্তধামে অবতীর্ণ হন।

পুরোনো সংবাদ

রংপুর 7715885500411485924

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item