সুন্দরবন বিনাশী রামপাল চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

রংপুর অবোলকন অফিস :

সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে গতকাল শনিবার রংপুর নগরীর লালবাগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক জনক রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, ছাত্র ফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা, কারমাইকেল কলেজ শাখার সহ-সভাপতি আশিকুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাপী বেগম, অর্থ সম্পাদক মৌসুমী আক্তার মৌ, কারমাইকেল কলেজের ছাত্র রাশিক, দীপ্ত প্রমুখ।বক্তারা বলেন, জনমত ও পরিবেশবিদদের মতামত উপেক্ষা করে সরকার বাংলাদেশের ফুসফুসখ্যাত, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি সম্পন্ন করেছে। এই বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ বিভিন্ন প্রজাতির প্রাণী, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, নদী-নালা ও কয়েক লাখ মানুষের জীবিকা হুমকির সম্মুখীন হবে। ১৫-২০ বছরের মধ্যে বাংলাদেশের রক্ষাপ্রাচীর সুন্দরবন ধ্বংসের মুখোমুখি দাঁড়াবে। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নেই। সুন্দরবন এতদিন প্রকৃতিক দুর্যোগ থেকে, জীবিকার উপাদান সরবরাহ করে আমাদেরকে মায়ের মতো রক্ষা করেছে। এখন আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা।
বক্তারা অবিলম্বে সুন্দরবনবিনাশী রামপাল চুক্তি বাতিলের জোর দাবি জানান।

পুরোনো সংবাদ

রংপুর 2045870914514608868

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item