রংপুরে চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ ১ জন আটক

সোহাগ/সপ্বন :

গত ৭।০৮।১৬ ইং তারিখ রোজ রবিবার রাত ১০;৩০ ঘটিকায় এস আই আনোয়ার হোসেন ও এস আই হারেস সিকদার ও সংগীয় ফোর্সসহ নগরীর জুম্মাপাড়া হতে আমাশু কুকরুল নিবাসী মোঃ আঃ আজিজের ছেলে মোঃ আতিক রহমানকে(৩০) একটি চোরাই বাজাজ পালসার মোটরসাইকেল ১৫০ সিসিসহ হাতে নাতে আটক করেন।গাড়ীটির পিছনের নাম্বার প্লেটে নিলামকৃত লেখা আছে।থানা সুর্ত্তে জানা যায়,এস আই আনোয়ার হোসেন, এস আই হারেস সিকদার থানায় অবস্থান কালে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পান যে,কোতয়ালী থানাধীন জুম্মাপাড়া পাকার মাথায় আসামী আতিক তার মুদি দোকানের সামনে চোরাই মোটর সাইকেল সহ অবস্থান করছে। এ সংবাদ অফিসার ইন চার্জকে অবগত করে সংগীয় ফোর্সসহ দ্রুত জুম্মাপাড়া পাকারমাথার উদ্দেশ্য রওনা দেন এবং আসামীকে পালসার মোটর সাইকেল সহ দেখে বৈধ কাগজ পত্র উপস্থাপন করতে বললে সে মোট ৫ টি কাগজ উপস্থাপন করে যার প্রথমটিতে সরকারকে পরিশোধের রশিদ যেখানে পুলিশসহ বিভিন্ন লেখা আছে,মোঃ মোস্তাফিজার রহমান অফিসার ইন চার্জ বদরগঞ্জ থানা, রংপুর এর সীল সাক্ষর আছে।সোনালী ব্যাংকের সিলসহ চালান ফরম যাতে ১,০৩২৩০/টাকাসহ বিভিন্ন লেখা আছে।একটি বিড লিস্ট নং০৩/১৬ মোঃ ফিরোজ কবির, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,আমলী আদালত রংপুর বিজ্ঞ আদালতের আদেশনামা যেখানে ফিরোজ কবির নামীয় সিল ও সাক্ষর আছে।কাগজ পত্র পর্যালোচনা করে দেখা যায়,আসামী আতিক বদরগঞ্জ থানা হতে নিলামে মোটরসাইকেলটি ৯৩,০০০/টাকায় বিড লিস্টের মাধ্যমে ক্রয় করেছে। বদরগঞ্জ থানায় যোগাযোগ করে জানা যায়,উপস্থাপিত কাগজ পত্র ভুয়া ও জাল।সে চোরাইকৃত মোটরসাইকেল বৈধভাবে চালানোর জন্য ভুয়া কাগজ পত্র তৈরি ও সিল সাক্ষর নকল করে। এ ব্যাপারে একটি নিয়মিত চুরি মামলা রুজু হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরন করা হয়েছে।কোতয়ালী থানার অফিসার ইন চার্জ এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্ততা সীকার করে বলেন,আমরা গত সপ্তাহে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি আসামীদের দেয়া তথ্যর ভিত্তিতে বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চালাচ্ছি।

পুরোনো সংবাদ

রংপুর 1281607074063241407

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item