“এক ঘণ্টায় ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ আড়াই লাখ গাছ রোপন করবে তারাগঞ্জবাসী

মামুনুর রশিদ মেরাজুল রংপুর থেকে ঃ

রংপুর জেলার তারাগঞ্জের ১৫৩টি রাস্তায় আগামী পহেলা সেপ্টেম্বর এক ঘণ্টায় আড়াই লাখ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন। ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায়এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন। এর আওতায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার মানুষ ১৫৩টি রাস্তার ধারে ৪০ প্রজাতির ফল, ফুল ও ঔষধি গাছ লাগাবে।

ইউএনও জিলুফা সুলতানা আরো বলেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নারী-পুরুষদের নিয়ে ৪০টি সভা করা হয়েছে। এসব সভায় জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এই কর্মসূচির ম্যাধমে পহেলা সেপ্টেম্বর সকাল সাতটায় কোদাল নিয়ে রাস্তায় নেমে এরপর এক ঘণ্টায় প্রায় আড়াই লাখ চারা রোপণ করা হবে

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7898868857108672316

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item