পাগলাপীরে জমছে কোরবানীর পশুর হাটবাজার

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উৎসবকে ঘিরে জমছে রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাটবাজারে কোরবানীর পশুর বেচাবিক্রি। তবে পুরোপুরি কোরবানীর পশু বেচাবিক্রি জমে উঠতে আরো সপ্তাহ খানেক লাগবে। ইতিমধ্যে জেলার বিখ্যাত কোরবানীর হাট অঞ্চলের বেতগাড়ীতে পুরোদমে চলছে গুরু ছাগল মহিষের বেচাবিক্রি। এদিকে ঈদুল আযহা উৎসবকে ঘিরে অঞ্চলের কোরবানীর হাটবাজারগুলোতে চলছে এখন পুরোদমে সংস্কার কাজ। ক্রেতা সাধারণ সহ ব্যবসায়ীদের সুবিধার্থে হাটবাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রচারণার অংশ হিসেবে পোস্টার লিফলেট এমনকি মাইকিং করা হচেছ। জানাগেছে পাগলাপীর অঞ্চলে কোরবানীর হাটবাজারগুলিতে সপ্তাহে বিভিন্ন দিনে  বিকেলে পশু বিক্রি হয়ে থাকে। এর মধ্যে প্রতি শনি ও মঙ্গলবার বেতগাড়ী, শনি  সোম ও বৃহস্পতিবার শিবের বাজার, বুধ শুক্র ও রবিবার গঞ্জিপুর, রবি মঙ্গল বুধ ও শুক্রবার পানবাজার, রবি মঙ্গল ও বৃহস্পতিবার ইকরচালী, শনি ও বুধবার বালাবাড়ী, রবি বুধ ও শুক্রবার হাজির হাট ।

পুরোনো সংবাদ

রংপুর 1070249851035386137

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item