সকল পিস স্কুল বন্ধের নির্দেশ

ডেস্কঃ
বিতর্কিত পিস টিভির সম্প্রচার অনুমোদন বাতিল করার পর এবার বাংলাদেশে গড়ে উঠা অনুমোদনহীন পিস স্কুলগুলোও বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক অফিস আদেশে অনুমোদনহীন পিস স্কুলসমূহ অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া ঢাকার লালমাটিয়ায় পিস ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদানের অনুমতি বাতিল করতে ঢাকা শিক্ষা বোর্ডকেও নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার পিস স্কুলটির পাঠদানের অনুমতি বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে।
পিস নামে বাংলাদেশে কতটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজধানীর লালমাটিয়ায় পিস স্কুল নামে একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সাময়িক নিবন্ধনই শুধু দিয়েছেন তারা। বাকিগুলো অননুমোদিত। ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বক্তব্য নিয়ে বিতর্কের পর এসব প্রতিষ্ঠানের পাঠদান নিয়ে প্রশ্ন উঠার পরিপ্রেক্ষিতে এগুলো বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4306838553843816154

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item