ফলো আপঃ সেচ পাম্পের অবৈধ সংযোগেই কৃষি শ্রমিকের মৃত্যু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৮ আগষ্ট॥
নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে সেচ পাম্প চালানোর জন্য পল্লী বিদ্যুতের তার থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বুলবুল আহমেদ (২৪) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আছিমদ্দীনের ছেলে।
শনিবার (২৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতদিকের এ ঘটনায় একই পরিবারে চার ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে নিহত বুলবুলের ছোটবোন রোখসানা আক্তার (১৫) নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানায়, অনাবৃষ্টির কারণে গত শনিবার সন্ধ্যায় এলাকার মজনু চৌধুরীর আমন ক্ষেতে সেচ দেয়ার জন্য পল্লী বিদুতের একটি খুটির তার থেকে বিদ্যুতের সংযোগ নিতে যায় কৃষি শ্রমিক বুলবুল আহমেদ। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তাকে উদ্ধারে এগিয়ে গেলে আহত হয় বুলবুলের ছোট বোন রোখসানা আক্তার, তাদের বাবা আছিমদ্দীন (৬৮), চাচা আনিস গফুর (৬৫) বড়ভাই জয়নাল (৩২)।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ওয়াজিবুল্ল্যাহ বিপ্লব জানান, শনিবার রাত আটটার দিকে মৃত অবস্থায় বুলবুলকে হাসপাতালে এনেছে তার স্বজনরা। এসময় আগত আহতদের মধ্যে রোখসানা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে নিহত বুলবুল আহমেদের বাড়ির পাশে একটি আমন ক্ষেতে ওই সংযোগ নেয়ার পল্লী বিদুতের খুটিটির অবস্থান। সেখান থেকে প্রায় তিনশ মিটার দুরে মজনু চৌধুরীর সেচ যন্ত্রের ঘরের অবস্থান। মুল সংযোগ থেকে সেচ যন্ত্রের কাছে অবস্থি আরেকটি খুটিতে বিদ্যুতের তার থাকলেও সেচ মৌসুম সমাপ্তের কারণে সেটিতে বিদ্যুৎ সংযোগ নেই। এসময় উপস্থিত লোকজন জানায়, সেচযন্ত্রের সংযোগটি না থাকায় ওই পাশের খুটি থেকে তার টেনে বিদ্যুতের সংযোগ দিয়ে সেচযন্ত্র চালানোর কথা ছিল তার। কিন্তু সংযোগতার লাগানোর সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটির কাছেই পড়ে নিহত হয় বুলবুল। তারা অভিযোগ করে বলেন, ‘দিনমজুর  বুলবুল এলাকার মজনু চৌধুরীর আমন ক্ষেতে সেচ দেয়ার জেন্য অবৈধ ওই বিদ্যুৎ সংযোগ নিতে যায়।
এব্যাপারে মজনু চৌধুরী বলেন,বুলবুলকে আমি কাজে নেইনি। দুই মাস পূর্বে আমার সেখানকার সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এখন আর আমার কোন সেচ পাম্প নেই সেখানে। আমার অজান্তে রাতে এলাকার লোকজন ওই বোরিং (পানি উঠানোর কুয়া) থেকে নিজ নিজ পাম্প ব্যবহার করে সেচ দেয়। শনিবার সন্ধ্যায় বুলবুল তাই করেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন, ‘হাসপাতালের অভিযোগের প্রেক্ষিতে নিহত বুলবুলের লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে বুলবুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অবৈধ সংযোগের কোন মামলা করলে সেটি দেখা হবে।
এব্যাপারে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক মোকসেমুল হাকিম বলেন, ‘এলাকাটি পরিদর্শণ করা হয়েছে। সেখানে উচ্চ ভোল্টের তার থেকে সংযোগ নেয়ার চেষ্টা করতে গিয়ে দূর্ঘটনাটি ঘটেছে। বিষয়টির তদন্ত চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4522195051109400553

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item