নীলফামারীতে ভেজাল সার কারখানার সন্ধ্যান ও সিলগালা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৫ আগষ্ট॥
জয় এগ্রো কেমিকেল লিমিটেড নামের একটি ভেজাল সার কারখানার সন্ধ্যান পাওয়া গেছে। নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী দেওয়ানী পাড়ায় এই ভেজাল কারখানা গড়ে তোলা হয়। গতকাল রবিবার রাত আটটার দিকে গোপন সংবাদ পেয়ে  অভিযান চালিয়ে ওই কারখানায় মজুদ থাকা ২০০ মণ ভেজাল সার ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ওই কারখানায় বিভিন্ন ব্রান্ডের  নামে ইউরিয়া, পটাশসহ বিভিন্ন ভেজাল সার বাজারজাত করে আসছিলেন কারখানার মালিক জীবন সরকার। কারখানাটিতে চীনা পাউডারের সঙ্গে মাটি, বালু, পাথরকুচি, ও রং মিশিয়ে ১০ প্রকারের নকল সার উৎপাদন করা হতো।
 অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ পরিচালক (ভারপ্রাপ্ত) আফতাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী ও সদর থানার এসআই মশিউর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8817287661714729768

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item