ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেলেন জন কেরি

ডেস্কঃ
বাংলাদেশে মাত্র ৯ ঘন্টার এব ব্যস্ততম-ঝটিকা সফর শেষে ভারতের রাজধানী নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজসোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ সকালে ঢাকা পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান। সকাল ১১টা ৪২ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে জন কেরি তার ঢাকা সফর শুরু করেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ সিনিয়র মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
জন কেরি রাজধানীর ধানমন্ডি এলাকায় মাইডাস সেন্টারে অবস্থিত এডওয়ার্ড কেনেডি সেন্টারে তরুণ ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বিকেলে তিনি বারিধারায় মার্কিন চ্যান্সারি কমপ্লেক্সে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। দিল্লীতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা শীতারাম এবং সরকারের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3915516467651518751

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item