জলঢাকায় এমপি’র ত্রাণ বিতরণ

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বুধবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ মাঠে তিনশত দুর্গত পরিবারের মাঝে এসব ত্রাণ দেওয়া হয়। জি.আর প্রকল্পের আওতায় উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসের সহযোগিতায় বিতরণে উপস্থিত ছিলেন. প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাক অফিসার শেখ মোশফেকুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম ও গোলাম মোস্তফা প্রমুখ। এদিকে উপজেলার ৪টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের নতুন তালিকা করেছেন উপজেলা ত্রান ও বাস্তবায়ন কার্যালয়। এ তালিকায় নতুন করে বন্যায় ক্ষতিহগ্রস্থ ১৮ শত  পরিবারকে ত্রান সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে জি.আর প্রকল্পের আওতায় এইসব ক্ষতিগ্রস্থ পরিবারকে ৩৬ মে.টন চাল ও নগদ ১ লক্ষ্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা পিআইও অফিস সুত্রে জনা গেছে। উল্লেখ্য এর আগে ১০৫০ ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করে ৫ মে.টন চাল ও ২৫ হাজার টাকা জি.আর প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয়েছিল উপজেলাটিতে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8042230347619710083

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item