অবশেষে জলঢাকায় শ্মশানের রাস্তা উদ্ধার।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায়  দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের অবসান ঘটিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় শ্মশানের রাস্তা উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধানের নেতৃত্বে  মঙলবার দুপুরে জমির মালিকদের সাথে সমন্বয় করে শ্মশান যাওয়ার রাস্তার জন্যে ৬ ফিট রাস্তার সীমানা নির্ধারণ করেন। এসময় উপষ্হিত ছিলেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শ্মশানের সভাপতি বিমল চন্দ্র রায়, অবিনাশ রায়, গৌতম চন্দ্র রায়, জমির মালিক জিয়া চৌধুরী ও রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য কেন্দ্রীয় শ্মশানের রাস্তার জন্যে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা। কোনোভাবেই রাস্তার সুরাহা না হলে সম্প্রতি তারা শ্রমিক নেতা বিনয় বাবুর মরদেহ রংপুর ডালিয়া সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে। পরে স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান ঘটনাস্হলে গিয়ে ১৫ দিনের মধ্যে রাস্তা করে দেওয়ার আস্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, সংস্লিষ্ট সকলের সাথে কথা বলে কেন্দ্রীয় শ্মশানের জন্যে ৬ ফিট রাস্তা নির্ধারণ করা হয়। প্রানের এ দাবী পুরন হওয়ায় প্রিয় নেতা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি কে অভিনন্দন জানিয়েছে আন্দোলনকারী নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4372879276458824694

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item