জলঢাকায় দুধর্ষ শিবির ক্যাডার কাদিমকে ধরতে পুলিশি অভিযান। জামাত-শিবিরের হামলা। দুই পুলিশ অফিসার আহত

মর্তুজা ইসলাম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় শুক্রবার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দুধর্ষ শিবির ক্যাডার  আ:কাদিম ওরফে কাদিলকে ধরতে অভিযান চালায় জলঢাকা থানা পুলিশ। এসময় স্থানীয় জামাত-শিবিরের ক্যাডারদের বাধার মুখে ওই আসামী পালিয়ে যেতে সক্ষম হয় এমন অভিযোগ উঠেছে।  এস আই তপন কুমার রায় জানান, কাঠালী চৌধুরী বাজার জামে মসজিদে কাদিম উপস্থিত থাকবে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে চারজনের একটি দল দুই ভাগে বিভক্ত হই। এবং কাদিম মসজিদ ঘরে জুম্মার নামাজ পড়ছে তাও নিশ্চিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে নামাজ শেষ না হতেই মসজিদ ঘর হতে বের হয় কাদিম।  আমি ও আমার সঙ্গীয় অফিসার রেজাউল করিম নিকটে থাকায় তাকে ধরার চেষ্টা করি। । কিন্তু সেসময় মসজিদের ভীতরে থাকা জামাত-শিবিরের ক্যাডারেরা আমাদের অভিযানে বাধা দেয় এবং চিহ্নিত সন্ত্রাসী কাদিমকে পালাতে সহায়তা করে।  তিনি আরও জানান তাদের বাধা ও হামলায় আমি এবং রেজাউল আহত হই। এদিকে অভিযানে থাকা এস আই মাহবুব উল আলম জানান, ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল কাদিম ওরফে কাদিল পিতা মৃত আলহাজ্ব মতিয়ার রহমান সাং দক্ষিন দেশীবাই, জলঢাকা,নীলফামারী। তার বিরুদ্ধে (এক) উত্তরা পশ্চিম থানায় মামলা দ্রুত বিচার আইন ৪/৫ ধারা। জি আর-১০৫/১২ নম্বর ৩৩(১১)১২। (দুই) উত্তরা পূর্ব থানা দ্রুত বিচার আইন ৪/৫ ধারা  জি আর ৬৩৯/১২ নম্বর ৬(১১)১২। ও (তিন) উত্তরা পূর্ব থানা ধারা:১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/১০৯ দ:বি: জি আর ৬৪০/১২ নম্বর ৭(১১)১২। মামলা আছে। এবিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান,এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3643444533741223905

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item