ডোমার পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী বিজয়ী হলেন যারা

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে উৎসব মূখর পরিবেশে পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭আগষ্ট রবিবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিলহাজ্ব উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার প্রসাশনের কর্তৃপক্ষ,  সাংবাদিক সহ সকল প্রার্থীদের উপস্থিতিতে বেসরকারী ভাবে ভোটের ফলাফল প্রকাশ করেন। মেয়র পদে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (সতন্ত্র) ৩৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয় তার নিকটতম প্রতিদন্দি আওয়ামীলীগ বিদ্রোহী আবু সুফিয়ান লেবু (সতন্ত্র) ৩৩২৮ ভোট পেয়ে প্রতিদন্দিতা করেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডের ভারতী রাণী, ৪, ৫, ৯ সুলতানা বেগম, ৬, ৭, ৮ উম্মে কুলছুম। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক রাজা। ২নং শামসুল আলম। ৩নং  আখতারুজ্জামান সুমন। ৪নং সৈয়দ মোরশেদ তরুন, বিনা প্রতিদন্দীতায়। ৫নং অহিদুল ইসলাম। ৬নং  মিজানুর রহমান তুলু। ৭নং এনায়েত হোসেন নয়ন। ৮নং সামিউল ইসলাম। ৯নং ওয়ার্ডে আহসান হাবিব নির্বাচিত হয়। মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন ও সাধারন কাউন্সিলর ২৪ জন সহ মোট ৩৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ পৌরসভায় ৫ হাজার ৮৮০ জন পুরুষ ও  ৬ হাজার ৩৭ জন মহিলাসহ  মোট  ১১  হাজার ৯১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5607580615276983525

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item