ডোমার হাসপাতালে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে চলছে চিকিৎসা সেবা

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার হাসপাতালে(স্বাস্থ্য কমপ্লেক্স ) নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে চলছে চিকিৎসা সেবা। নার্স ও আয়াদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ছেড়া ফাটা বেট বিছানা অপরিস্কার নোংরা পরিবেশে রোগীদের ভোগান্তি যেন চরমে। খোজ নিয়ে দেখাযায়, ডাক্তাররা বেশীভাগ সময় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক অথবা ব্যাক্তিগত চেম্বারে রুগী দেখছেন অনেক রাত পর্যন্ত ২/৩শত টাকা ফি নিয়ে। অপরদিকে অফিস সময়ে ফার্মাসিটিক্যাল কোম্পানীর লোকদের ভীড় চোখে পড়ার মতো। বেশী ভাগ ঔষধ, স্যালাইন, ইনজেকশন কিনতে হয় নার্সদের নির্ধারিত দোকান থেকে। তবে নার্স ও আয়াদের চা খাওয়ার টাকা দিলে সহজে মিলে যায় এসব। খাবারের মান নি¤œ মানের এ অভিযোগতো দির্ঘ দিনের। নার্সদের মধ্যে তহুরা আক্তার, শিল্পি পাল, অনিতা রাণী, আরতী রাণী ও আয়াদের মধ্যে মালেকা ও ছকিনা প্রায় রুগীদের কাছ থেকে টাকা নিয়ে এসব কাছ করছে বলে একাধিক রুগী অভিযোগ করেন। রুগী মোজাফফর আলী জানান, ডাক্তার স্যালাইন লিখেছে, নার্স বাহির থেকে আনতে বলে, দাম ১২০ টাকা। নার্স পঞ্চাশ টাকা দাবী করে। আমি ৪০টাকা দেই, পরে অফিস থেকে স্যালাইন এনে আমার শরীরে পুশ করে। অন্যদিকে অপরিস্কার ও ময়লা যুক্ত বেটশিট ব্যবহার হচ্ছে হরদম। কর্তপক্ষ দেখেও না দেখার ভান করছে নিরব দর্শকের ভুমিকায়। এরজন্য লিলেন ধোলাই (ধোপীর) ঠিকাদারকে দায়ী করেছে হাসপাতালের কর্মচারীরা। রুগী বেবী ও লিমা আক্তার এধরনের অনেক অভিযোগ করেন তাদের বিরুদ্ধে। তদারকির মাধ্যমে স্বাস্থ্য সেবা মান নিশ্চিত এবং দূর্র্নিতীবাজ নার্স ও আয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান ভুক্তভোগী রুগীরা।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 8606382604859669227

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item