ডোমারের মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

গত আটদিন যাবত নিখোঁজ রয়েছে ইয়াছিন (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র।  সে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী পশ্চিমপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ ঘটনায়  নিখোঁজ ইয়াছিনের বাবা খানসামা থানায় একটি জিডি করেছে।  সুত্র মতে ইয়াছিন দিনাজপুর জেলার খানসামা থানার চাটিশাহ মাদ্রাসার হেফজো ক্লাশের ছাত্র। গত তিন বছর হতে ওই মাদ্রাসায় লিখাপড়া করে আসছে।আজ শনিবার সকালে ইয়াছিনের বাবা জানায় গত ৫ আগস্ট সকালে তিনি ছেলের সাথে দেখা করার জন্য খানসামা যায়।  কিন্তু খানসামার ওই মাদ্রাসায় গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় ইয়াছিন গত ৪ আগষ্ট বাড়ি গেছে। বিষয়টি রহস্যজনক মনে করছেন ইয়াছিনের বাবা। তিনি জানান অনেক স্থানে খোঁজ খবর নিয়েও ছেলে ইয়াছিনের সন্ধ্যান পাইনি। এ ব্যাপারে ৯ আগষ্ট খানসামা থানায় একটি সাধারন ডায়েরি করি। যার নম্বর-২৬৮। তিনি অভিযোগ করে বলেন, ইয়াছিন মাদ্রাসা আর বাড়ি ছাড়া কোথাও যায় না। তাহলে সে কোথায় গেল।  ছেলেটি মাদ্রাসা থেকে চলে আসলেও কেন তাকে জানালো না মাদ্রাসা কর্তৃপক্ষ।তিনি এ ঘটনায় ওই মাদ্রাসা কর্তৃপক্ষের তদন্ত দাবি করেন।এদিকে  খানসামার চাটিশাহ হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক  আব্দুল মজিদ জানান, আমি মাদ্রাসায় দুইদিন ছিলাম না। মাদ্রাসায় এসে জানতে পারি ইয়াছিন মাদ্রাসায় নেই। পরে তার বাড়িতে খবর দেই।খানসামা থানা পুলিশ জানায় ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7536068939571284680

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item