ডোমারের চিলাহাটীতে উদযাপিত হলো বিশ্ব যুব দিবস।

এ,আই,পলাশঃ
“যুব নেতৃত্ব স্থায়ীকরণ” জাতিসংঘ কর্তৃক এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে যুব প্রচেষ্টা নামক সংগঠনের আয়োজনে ডোমারের চিলাহাটীতে উদযাপিত হয়েছে বিশ্ব যুব দিবস। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার সকাল ১১টার একটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিউচার কিন্টারগার্ডেনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। নুরে তাজমিন নিতুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব প্রচেষ্টার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হিমেল ও ইউএসএসর সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার আব্দুর রউফ প্রমূখ।বক্তারা বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজ আজ অর্থনীতির মূল চালিকাশক্তি।কিন্তু বৈশ্বিক জঙ্গিবাদের নিশানায় পরিণত হয়েছে বিশ্ব যুব সমাজ। যুগে যুগে যুবকদের যে বীরত্বের ইতিহাস রয়েছে,অর্জন রয়েছে সেই অর্জনকে কিছু মাত্র ‘পথহারা ’ ‘ঘর পালানো’ জঙ্গি নিশানধারী যুবক-যুবতী কলঙ্কিত করছে।তা আমরা হতে দিব না।যুব সমাজকেই তা প্রতিহত করতে হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8529480882885613451

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item