ডোমারে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ মেলা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রী মৎ ভাগবত গীতা পাঠ, শ্রী  কৃষ্ণের অর্চনা ও প্রসাদ বিতরন শেষে শনিবার সকাল ১০টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা কালীগঞ্জ টোলের ডাঙ্গা বিদ্যালয় মাঠে আয়োজিত মেলার শুভ উদ্বোধন  করেন বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। এসময় ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ লোহাচাঁদ, দিপালী রাণী রায়, দূর্গা মন্ডবের সভাপতি গোকুল চন্দ্র, সাধারণ সম্পাদক রমানাথ, শাপলা যুব উন্নয়ন সংঘের কৃষ্ণ রায়, ধর্ম নারায়ন, যুথিস্টি রায়, ভরত চন্দ্র, লিটন রায়, অর্জুর রায় প্রমূখ উস্থিত ছিলেন। শাপলা যুব উন্নয়ন সংঘ ও এলাকাবাসীর সহযোগীতায় মেলায় বিশেষ আকর্শনের মধ্যে ছিল, দধী কাঁদো, বাঁশ কাঁদো, নাটক অভিনয় সহ সার্কাস প্রর্দশন। খেলা দেখতে হাজারো ভক্তের ঢল নামে, এদের মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূর্ণ ঠাকুর জানান, দির্ঘদিন যাবত এই এলাকায় যজ্ঞানুষ্ঠান, হিন্দু ধর্ম সভা সহ দূর্গো উৎসব পরিচালনা করে আসছি, শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে  হচ্ছে। আগামীতে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা পেলে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে তিনি আশা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1804139814672011869

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item