ডোমারে পল্লী বিদ্যুতে আবাসিক ও সেচ সংযোগে চলছে বানিজ্যিক কার্যক্রম

এ আই পলাশ চিলাহাটিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলায়  পল্লী বিদ্যুৎ এর অবৈধ ব্যবহার আশঙ্খাজনক হারে বাড়ছে বলে গ্রাহকরা জানান। এ ব্যাপারে কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে বলে গ্রহকরা জানিয়েছেন। এমনকি বিদ্যুতের সংশি¬ষ্টদের হাত রয়েছে বলে গ্রাহকরা জানিয়েছেন।
জানা যায়, ডোমার উপজেলার ভোগডাবুরী, কেতকীবাড়ী, জোড়াবাড়ী, গোমনাতী, সহ ১০টি ইউনিয়নের পল্লী বিদ্যুতে বাড়ছে অবৈধ ব্যবহার। আবাসিক ও সেচ সংযোগে চলছে বানিজ্যিক কার্যক্রম। এই ১০টি ইউনিয়নের প্রায় ২ হাজার অটো চার্জার গাড়ি রয়েছে। আর এই অটো চার্জার গাড়িগুলো চার্জ দেওয়া বানিজ্যিক সংযোগের আওতায় পড়ে।  কিন্তু  এই সমস্ত অটো চার্জার গাড়িগুলো চার্জ দেওয়ার মতো কোন বানিজ্যিক সংযোগ নেই। বৈধ গ্রাহকরা জানান কিছু সংখ্যাক পল¬ীবিদ্যুৎ কর্মচারীর যোগশাযোশে এলাকার কয়েকজন দালালের মাধ্যমে আবাসিক ও সেচ সংযোগে এই সমস্ত অটো চার্জার গাড়ী গুলো চার্জ দেওয়া হচ্ছে। প্রতি অটো চার্জার গাড়ি চার্জ দিতে ৬০ টাকা করে নেওয়া হয়। যা সম্পূর্ন রুপে অবৈধ। আবাসিক সংযোগে ইউনিট মুল্য প্রায় ৫টাকা এবং সেচ সংযোগে মুল্যের চেয়ে ২০% ভর্তূকী দেওয়া হয়। অথচ অটো চার্জার গাড়িগুলো চার্জ দিতে বানিজ্যিক রেটে প্রায় ১১ টাকা ইউনিট হওয়া উচিৎ কিন্তু আবাসিক ও সেচ সংযোগে চার্জ দেওয়ায় পল¬ী বিদ্যুৎ লক্ষ লক্ষ টাকা থেকে বঞ্জিত হচ্ছে আর অটো, সেচ, ও আবাসিক গ্রাহকরা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে বলে সাধারণ ও বৈধ গ্রাহকরা জানান। জানা যায় গ্রামে গঞ্জে কিছু সংখ্যক সেচ মটর ও আবাসিক সংযোগের পার্শ্বে অটোচার্জারের গ্যারেজ হয়েছে। শুধু মাত্র  সেই গ্যারেজে অটো চার্জ দেওয়া হয়। গ্রাহকরা জানান, এই অবৈধ কর্মকান্ডগুলো কিছু সংখ্যাক অসাধু কর্মকর্তা কর্মচারী এবং এলাকার কয়েকজন দালালদের মাধ্যমে চলছে। সাধারণ এবং বৈধ গ্রাহকরা জানান পল¬ীবিদ্যুৎ এর উর্দ্ধোতন কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে কঠোর নজরদারি দেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1055666851917650738

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item