যথাযোগ্য মর্যাদায় ডোমারে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের সঙ্গে পালিত হচ্ছে।সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধণমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের একটি শোক র‌্যালি ডোমার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। শোক র‌্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,ডোমার থানার অফিসার ইনচার্জ আহমেদ রাজিউর রহমান রাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহমেদ,আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান লেবু,মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা পারভীন প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়া দিবসটি পালন উপলক্ষে ডোমার মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি শোক র‌্যালি  কলেজ চত্বর থেকে বের করে।
শোক র‌্যালিতে অন্যন্যদের মধ্যে কলেজের উপাধাক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ এর উপজেলা সভাপতি শাহাজাহান সরকার বুলু,প্রভাষক জাকারিয়া হোসেন,প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল পাখি সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।অন্যদিকে পৌর আওয়ামীলীগ এর আয়োজনে ডোমার ডাকবাংলোয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকলীগের ডোমার উপজেলা শাখার সভাপতি ওয়াদুদ হক, উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক ময়নুদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রিমুন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল মালেক প্রমূখ।দিবসটিতে বিভিন্ন সংগঠনের অন্যন্য কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতিপূর্ণ কবিতা পাঠ, রচনা, চিত্রাংকন হামদ ও নাথ প্রতিযোগিতা,বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা।এছাড়া সকল মসজিদ, মন্দির, ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5363069873016411511

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item