ডোমার-চিলাহাটিতে প্রচন্ড গরম আর লোড শেডিং জনজীবন অতিষ্ট

আবু ছাইদ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ
ডোমার উপজেলার চিলাহাটিতে তীব্র লোড শেডিং ও প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। গত ১ মাস যাবত সর্বোচ্চ তাপ মাত্রায় প্রচন্ড গরমে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। আর এই গরমের সাথে সমান তালে তাল মিলিয়ে পাল্লা দিচ্ছে বিদ্যুতের লোড শেডিং ও করছে দারুন লুকোচুরি খেলা। জানাগেছে এলাকার অনেকেই এই বিদ্যুতের লুকোচুরি খেলাকে ডিজিটাল লুকোচুরি খেলা বলে আখ্যায়িত করেছেন। মারাত্মক ভাবে প্রভাব ফেলেছে এই ডোমার-চিলাহটিতে অনাকাঙ্খিত গরম ও লোড শেডিং। জনজীবনে এনেছে অস্থিরতা ও বিপর্যস্ততা। একটু খানি শীতল ছায়া ও ঠান্ডা বাতাসের জন্য চারগিদকটাই যেন হাঁ হাঁ করছে। জানা গেছে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ডোমার-চিলাহাটি সহ গোটা উপজেলায় জনজীবন অস্থির হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে অনেকেই বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের অবস্থা নাজুক। দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষের অবস্থা আরও করুন ও দুরদশায়। অসহ্য গরমে ডায়রিয়া সহ গরমজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। ভীড় জমাচ্ছে হাসপাতাল, ক্লিনিক এবং ঔষধের দোকানগুলোতে। প্রখর রোদে এবং তীব্র তাপে ডোমার-চিলাহাটি সহ সকল হাট বাজার, রাস্তা পথ ফাঁকা হয়ে পড়েছে। কিছু সংখ্যক দোকান পাট দুপুরের দিকে বন্ধ রাখা হচেছ। অন্যদিকে তীব্রতাপে ও অসহ্য গরমে স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বিঘœতার সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেড়িয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে বাড়িতেই। গরম থেকে একটুখানি শন্তি পেতে ঠান্ডা পানি সহ নানান জাতীয় পানীও পান করছে। এলাকায় যেমনি গরম তেমনি লোডশেডিং দুই মিলে একেবারে অতিষ্ট ও বিপর্যস্ত অবস্থা। মারাত্মক গরম আর লোড শেডিংয়ের ফলে এলাকার মানুষের জীবন থমকে দাড়িয়েছে। ঘন ঘন লোড শেডিং ডিজিটাল বাংলাদেশ নির্মানে বাধাগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন এলাকার সুধি মহল, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ। তাদের ভাষ্য,ডিজিটাল দেশ গড়তে যা প্রয়োজন তার মধ্যে অন্যতম বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া কখনো ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে ডোমার-চিলাহাটি সহ সকল হাট বাজারের ব্যবসায়িদের মারাত্মক ক্ষতি হচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 964332946935481970

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item