দিনাজপুর-হাকিমপুরে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-
দিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়া থেকে ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করেছে ৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

২১শে আগস্ট (রবিবার) ভোর রাতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৬৪ পিস মূল্যবান শাড়ি, ৫৪০ মিটার থান কাপড়, ২০টি থ্রি-পিস উদ্ধার করে।

বিজিবি ৩ ব্যটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ভোর রাতে ওই এলাকা দিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি কাপড় বাংলাদেশ অভ্যন্তরে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল ধরন্দা আদর্শ ক্লাব সংলগ্ন আনসারের গুদামে অভিযান চালায়। এ সময় ওই গুদামের ভিতর থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩০টি কাপড়ের গাইট আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিন টহল দল অভিযান চালিয়ে কাপড় গুলো উদ্ধার করে।

তবে অভিযান চলাকালে ওই গুদামের পিছনের প্রাচীর টপকে ১০/১২ জন চোরাকারবরী পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। পরে ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যে জব্দকৃত কাপড় হিলি কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পুরোনো সংবাদ

দিনাজপুর 288063850050629194

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item